সিলিণ্ডার চিহ্নে ভোটের লড়াইয়ে নামছেন আরাফত
মালদায় রতুয়া কেন্দ্র জুড়ে নানা জায়গায় গ্যাস সিলিন্ডারের ছবি। দূর থেকে দেখলে মনে হতে পারে, হয়ত এসব কোনও গ্যাস সিলিন্ডার কোম্পানির বিজ্ঞাপন। কিন্তু না।
ওয়েব ডেস্ক: মালদায় রতুয়া কেন্দ্র জুড়ে নানা জায়গায় গ্যাস সিলিন্ডারের ছবি। দূর থেকে দেখলে মনে হতে পারে, হয়ত এসব কোনও গ্যাস সিলিন্ডার কোম্পানির বিজ্ঞাপন। কিন্তু না। আসলে এই চিহ্ন নিয়েই এবার রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, পেশায় শিক্ষক আরাফত আলি। ওই চিহ্নেই হচ্ছে তাঁর দেওয়াল লিখন, ব্যানার। দলের নাম, ওয়েলফেয়ার। প্রার্থীর দাবি, তাঁর এই লড়াই আসলে গণতন্ত্রের জন্য লড়াই। ভোটে জিতেও জনপ্রতিনিধিরা সমাজের সমস্যার কথা, মানুষের কথা তুলে ধরেন না। এই ব্যবস্থায় বদল আনতেই তিনি ভোট-যুদ্ধে নেমেছেন।