নিজস্ব প্রতিবেদন:  মেট্রো চালানো নিয়ে সোমবার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন মেট্রো কর্তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে চালানো হবে ট্রেন, তা নিয়েই মূলত বৈঠক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 মুখ্যমন্ত্রী বলেছেন, যত আসন, ঠিক ততগুলিই টিকিট বিক্রি করতে হবে অর্থাত্ যতগুলি আসন, ততজন যাত্রী। এই নীতি নিয়ে  চলতে হলে প্রতি কোচের প্রতি দরজায় দরকার আরপিএফ। তাহলে একটা কোচে দরকার ৩২ জন আরপিএফ। এই সব আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতেই আগামিকাল প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবে মেট্রো।

আরও পড়ুন: লহমায় ভেঙে গুঁড়িয়ে দেবে চিনের প্রতিরক্ষাব্যবস্থাকে! রাশিয়া থেকে ভারত কিনছে সেই বিশেষ মিসাইল সিস্টেম

 মূলত ১ জুলাই থেকে শহরে মেট্রো চালানোর চিন্তাভাবনা করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "সুরক্ষাবিধি মেনে চলতে হবে। দেখা হচ্ছে ১ জুলাই থেকে মেট্রো চালানো যায় কিনা! মেট্রো রেলের সঙ্গে এবিষয়ে আলোচনা করতে হবে।"


এবিষয়ে বেশ কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
মেট্রোতে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না


সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোতে বসতে হবে


যতগুলি সিট, ঠিক ততগুলিই টিকিট বিক্রি করতে হবে
আদৌ এই নীতি মেনে মেট্রো চালানো সম্ভব কিনা, সেটাই আগামিকালের বৈঠকের আলোচ্য বিষয়।