নিজস্ব প্রতিবেদন: নাম নেই কোনও বিরোধী প্রার্থীর। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ডেপুটি স্পিকার পদের জন্য তৃণমূল পরিষদীয় দলের তরফে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। বিরোধী বিজেপির তরফে কোনও নাম প্রস্তাব করা হচ্ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচনে জয়যুক্ত হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল ৪টের সময় হবে নির্বাচন। সেখানেই তাঁকে জয়ী বলে ঘোষণা করা হবে।  


আরও পড়ুন: রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা, রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা, মৃত ১


আরও পড়ুন: শাহ-নাড্ডার সঙ্গে জরুরি বৈঠক, বিধানসভার অধিবেশনের আগেই ফের দিল্লিতে Suvendu


পোঁড় কাওয়া রাজনীতিক আশিস বন্দ্যোপাধ্য়ায়। বীরভূমের রামপুরহাটের বিধায়ক। ২০০১ থেকে পাঁচবার বিধায়ক হয়েছেন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্বও সামলেছেন। এবার তাঁর কাঁধে ডেপুটি স্পিকারের দায়িত্ব। তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন।