কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া হল প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে। এনআরএস হাসপাতালের মেডিক্যাল বোর্ড আজ ফিট ঘোষণা করার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকেই তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসত আদালতে।  জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে চাইবে বিধাননগর পুলিস। পুরস্কার পেলাম পুরস্কার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের জানালেন আসিফ খান, ""পুরষ্কার পেলাম পুরষ্কার।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে দাগী অপরাধী জানিয়েছে বিধাননগর গোয়েন্দা পুলিস। নিউটাউনে জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৮ কোটি টাকা প্রতারণা করেছে আসিফ খান। দাবি, বিধাননগর পুলিসের। যদিও তাঁর আইনজীবীর দাবি, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে আসিফ খানকে। ২৪ বছর বয়স থেকেই প্রতারণায় হাতেখড়ি আসিফ খানের। ১৯৯৮সাল থেকে ইতিমধ্যেই দুবার গ্রেফতার হয়েছে প্রাক্তন এই তৃণমূল নেতা। চাকরি দেওয়ার নামে প্রতারণা, ডাকাতি, বেআইনি অস্ত্র রাখার অভিযোগ সহ নানা অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।


নিউটাউনের ইকোপার্কের উল্টোদিকে একশো বিঘা জমি একটি নির্মাণ সংস্থাকে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আসিফ খান। আত্মস্যাত্‍ করেন আট কোটি টাকা।