LIVE : রাজ্যে ৬ দফায় ৭ দিনে ভোট, ভোট শুরু ৪ এপ্রিল থেকে, শেষ ৫ মে, গণনা ১৯ মে
২০১৬ রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে মোট ৮২৪টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। রাজ্যের আসন ২৯৪টি। ঘোষণার পরক্ষণেই রাজ্যে লাগু হচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।
ওয়েব ডেস্ক : ২০১৬ রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে মোট ৮২৪টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। রাজ্যের আসন ২৯৪টি। ঘোষণার পরক্ষণেই রাজ্যে লাগু হচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।
১৯ মে সব আসনের ভোটগণনা।
৬ষ্ঠ দফায় ৫ মে ২৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
৫ম দফায় ৩০ এপ্রিল ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
৪র্থ দফায় ২৫ এপ্রিল ৪৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
৩য় দফায় ২১ এপ্রিল ৬২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
২য় দফায় ১৭ এপ্রিল ৫৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
১ম দফায় ৪ এপ্রিল ১৮টি বিধানসভা কেন্দ্রে ও ১১ এপ্রিল ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
মাওবাদী অধ্যুষিত এলাকায় ২ দিনে ভোট।
রাজ্যে ভোট নেওয়া হবে ৬ দফায়।
GPS-এর মাধ্যমে নজরদারি চালাবে কমিশন।
ভোটে দুষ্কৃতীরাজ রুখতে কড়া পদক্ষেপ নেবে কমিশন। বাজেয়াপ্ত করা হবে বেআইনি অস্ত্র।
মিলিয়ে দেখা হবে মোবাইল নাম্বার।
সচিত্র ভোটার স্লিপ বাধ্যতামূলক।
প্রতি জেলায় ৫ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক।
আধাসেনার কাজ তদারকি করবে কমিশন।
পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গ ও অসমে।
এবারের ভোটে NOTA -র জন্য প্রতীক।
পর্যবেক্ষকদের উপরও নজরদারি চালাবে কমিশন।
রাজ্যে ভোট নেওয়া হবে ৭৭২৪৭টি বুথে।
রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ।
বুথে ৭ ধরনের সুবিধা থাকবে ভোটদাতাদের জন্য।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কাম্য।