ওয়েব ডেস্ক: গজমুক্তা বিক্রির অভিযোগে গ্রেফতার হল এক জ্যোতিষী। ওয়েবসাইটে গজমুক্তার বিজ্ঞাপন দেন প্রবাল চৌধুরী নামে ওই ব্যক্তি। গতকাল কলকাতা থেকে ওই জ্যোতিষীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ টি গজমুক্তা উদ্ধার করা হয়েছে। ধৃতকে বিকাশভবনে জিজ্ঞাসাবাদ করেন বন দফতরের আধিকারিকরা। আজই ধৃতকে আদালতে পেশ করা হচ্ছে। ধৃতের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।


আরও পড়ুন- হাবরা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার দুই


প্রসঙ্গত, গজমুক্তা বা গজমণি বা গজমতি হল এক বিশেষ প্রকারের পাথর যা হাতির শরীরে প্রস্তুত হয়ে থাতে। অনেকে বিশ্বাস করেন যে মূল্যবান এই পাথর মহালক্ষীর বিশেষ পছন্দের। যার প্রভাবে প্রভুত ধনসম্পত্তির মালিক হওয়া যায়।


আরও পড়ুন- K11 রুটের বাস চলাচল বন্ধ, সমস্যায় ২০ হাজার যাত্রী