নিজস্ব প্রতিবেদন:  উপসর্গ নেই, তবে তাঁরা করোনা আক্রান্ত। এই সকল চিকিত্সক, নার্সদের জন্য নিউটাউন বন্দের মোড় এলাকায় একটি হোটেলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়। তার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় স্থানীয়দের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। যান বিধাননগর পুলিস কমিশনার শ্রী মুকেশ কুমার-সহ উচ্চপদস্থ আধিকারিক। যান স্বাস্থ্য দফতরের এক আধিকারিকও।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পরও কোনও সুরাহা হয়নি। অবশেষে বাধ্য হয়ে পিছু হটেন তাঁরাই। পুলিসের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। বিক্ষোভের মুখে পরে অবেশেষে প্রশাসনের তরফে জানানো হয়, এখানে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১,৩৯০; একদিনে মৃত ৪৯ জন


স্থানীয়দের বক্তব্য, লোকালয়ের মধ্যে কেন?  নিউটাউনের মধ্যে অনেক ফাঁকা জায়গা রয়েছে সেখানে কোয়ারেন্টাইন সেন্টার করা যেতে পারে। লোকালয়ে করলে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। যদিও এই বিষয়ে স্বাস্থ্য আধিকারিক কিছু বলতে চান নি।