নিজস্ব প্রতিবেদন: সহজপাঠের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন দিলীপ ঘোষ। এবার তাঁর থেকেও এক কদম এগিয়ে গেলেন বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার কলাকুশলীদের নিয়ে বিজেপির অরাজনৈতিক সংগঠন খোলা হাওয়ার অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন, সতীদাহ প্রথার বিলোপ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানে রামমোহন রায় ও বিদ্যাসাগরকে ঘেঁটে ঘ করে ছাড়লেন বিজেপি নেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টলিউডে শিল্পী-কলাকুশলীদের একটি নতুন অরাজনৈতিক সংগঠন খুলল বিজেপি। এর আগে শঙ্কুদেব পণ্ডা ও অগ্নিমিত্রা পলরা পৃথক সংগঠন খুলে ফেলেছেন। ৬ মাসের মধ্যে এমন দফায় দফায় সংগঠন খোলা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, টলিউডে বিজেপির আসল সংগঠন কোনটা? 'খোলা হাওয়া'র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় বলেন, ''সতীদাহ প্রথার বিলোপ, বিধবা বিবাহ চালু করেছিলেন বিদ্যাসাগর। তাঁর জন্মদিনে একটা সংগঠন শুরু হচ্ছে, এটা অনেক বড়ো ব্যাপার।''



এর আগে বিদ্যাসাগরকে সহজপাঠের রচয়িতা বলে তামাশার পাত্র হয়েছিলেন দিলীপ ঘোষ। অতিসম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেছিলেন, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারকর্তা আইনস্টাইন। সে দফায় ক্ষমা চেয়ে পার পান পীযূষ। কিন্তু সতীদাহ প্রথা বিলোপ বা সহজপাঠের রচয়িতার নাম তো বাঙালি মাত্রই জানেন! বাংলার নবজাগরণের পথিকৃত্ রাজা রামমোহন রায়। তাঁর হাত ধরেই অবসান হয়েছিল সতীদাহ প্রথার। তত্কালীন সমাজের রক্তচক্ষু অবজ্ঞা করে বাংলায় অচলায়তন ভেঙেছিলেন রাজা রামমোহন রায়।                     


আরও পড়ুন- লড়াই সবে শুরু, নারদাকাণ্ডে মির্জার গ্রেফতারির পর প্রথম প্রতিক্রিয়া ম্যাথুর