নিজস্ব প্রতিবেদন: রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করে ফেসবুকে বাবুল (Babul Supriyo) লিখেছিলেন,'অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়।' কিছুক্ষণ পর পোস্টের ওই অংশ মুছে দিলেন আসানসোলের বিজেপি সাংসদ। স্বাভাবিক জল্পনা শুরু হয়েছে, তবে কি অন্য দলে যোগদানের রাস্তা খুলে রাখছেন?    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন বাবুল আসানসোলের বিজেপি সাংসদ (Babul Supriyo)। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন,'অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। নিশ্চিত করছি। কেউ আমাকে ডাকেওনি। আমিও কোথাও যাচ্ছি না। আমি একটা দলেরই খেলোয়াড়। চিরকাল মোহনবাগানকে সমর্থন করে গিয়েছি। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিজেপিই করেছি। চললাম।'  


ঘণ্টাখানেকের মধ্যে যোগ-বিয়োগ হয়েছে ওই লেখায়। যোগ করলেন, সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আর বিয়োগ,'অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়।'    



একই পোস্টে রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে তাঁর ক্ষোভের কথাও রয়েছে। ওই অংশে তিনি লিখেছেন,'ভোটের আগে থেকেই কিছু কিছু ব্যাপারে রাজ্য নেতৃত্বের সাথে মতান্তর হচ্ছিল। প্রবীণ নেতাদের মতানৈক্য ও কলহে পার্টির ক্ষতি তো হচ্ছিলই, 'গ্রাউন্ড জিরো'-তেও পার্টির কর্মীদের মনোবলকে যে তা কোনওভাবেই সাহায্য করছিল না তা বুঝতে 'রকেট বিজ্ঞান'-র জ্ঞানের দরকার হয় না।'


ফলে দুইয়ে-দুইয়ে চার করছেন অনেকেই। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, মাঝের সময়ে কী এমন ঘটল যে বাবুল ফেসবুক পোস্ট সম্পাদনা করলেন? বিরোধী শিবিরের কেউ কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নাকি নেতৃত্বের উপরে চাপ বাড়াতে ওই অংশ ছাঁটলেন? সমস্ত প্রশ্নের উত্তর নিহিত ভবিষ্যতে।


আরও পড়ুুন- প্রবন্ধে Mamata-র প্রসঙ্গ আসাটা স্বাভাবিক,ব্যাখ্যা অজন্তার; শো-কজের সিদ্ধান্ত CPM-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)