`কবে জয়েন করাবে তোমরা? বেশি সময় নেই কিন্তু`, মুকুলের BJP-তদ্বির প্রকাশ Babul-র
ভোটপরবর্তী হিংসার অভিযোগ তুলে মুকুলের (Mukul Roy) প্রস্থানের সময়কাল নিয়ে প্রশ্ন করেছেন বাবুল (Babul Supriyo)।
নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগদানে মরিয়া হয়ে উঠেছিলেন মুকুল রায় (Mukul Roy)। ফেসবুকে এমন দাবি করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর বক্তব্য,'সংসদ চত্বরেই মুকুল রায় জানতে চাইতেন কবে যোগদান করাবে দলে।'
বাবুল (Babul Supriyo) লিখেছেন,''রাজ্যসভার তৃণমূল সদস্য থাকাকালীন রোজ সিগারেটে সুখটান দিতে দিতে বলতেন,“কবে জয়েন করাবে তোমরা বিজেপিতে? সংগঠনটা বানাতে হবে তো! বেশিদিন কিন্তু টাইম নেই।” সংসদের সেন্ট্রাল হলে গল্প হত। শুধু শিষ্টাচারের খাতিরে তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না।''
বিজেপি রাজ্যে মেরুকরণ বাড়িয়ে অস্থিরতা তৈরি করতে চাইছে বলে সূত্র উদ্ধৃত করে দাবি করেছে একটি সংবাদমাধ্যম। সেনিয়ে বাবুলের (Babul Supriyo) মন্তব্য,''বিজেপির কোন সর্বভারতীয় নেতা বাংলার বিজেপির নেতাদের বলেছিলেন, মেরুকরণ বাড়িয়ে অস্থিরতা বাড়াতে। চারদিকে যখন সাম্প্রদায়িক রাজনীতির সন্ত্রাস ছড়িয়ে চূড়ান্ত নোংরামি করছে টিএমসি, তখন মুকুলদা বিজেপিতে থেকে এই ধরনের মিথ্যা কথা প্রচার করছিলেন তোলাবাজ ভাইপোর সঙ্গে গোপন বৈঠক করে?''
ভোটপরবর্তী হিংসার অভিযোগ তুলে মুকুলের (Mukul Roy) প্রস্থানের সময়কাল নিয়ে প্রশ্ন করেছেন বাবুল (Babul Supriyo)। তাঁর কথায়,''আর আজ যখন বিজেপির ছেলেদের উপর চারদিকে অত্যাচার হচ্ছে তখন সাদা পান্জাবিতে রক্তের দাগ ধুয়ে টিএমসি’র সঙ্গে কোলাকুলি করছেন মুকুল দা! ওঁর মতো সিনিয়র নেতার কি এটা মানায়? না হয় আরও কিছুদিন অপেক্ষা করতেন, বিজেপির বৈঠকে আসছিলেন না। আরও কয়েকদিন আসতেন না। তাতে কি মহাভারত অশুদ্ধ হত? কালই তো বাংলায় কোনও নির্বাচন নেই।''
বাবুল আরও লেখেন,''আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল ছিল। এখনও সামনাসামনি দেখা হলে কখনই অসম্মানজনক কিছু বলব না- অনেক অনেক সিনিয়র উনি। কিন্তু ব্যক্তি-সম্পর্ক তো আর দলের ভাল-মন্দের উপরে হতে পারে না। বিশেষ করে যখন দলের তৃণমূলস্তরে এত কার্যকর্তার প্রাণের প্রশ্ন জড়িত - হ্যাঁ প্রাণই তো! ভোট পরবর্তীকালে কতগুলি রাজনৈতিক খুন মমতাদিদির অনুপ্রেরণায় হয়েছে এবং হয়ে চলেছে তা কি জানেন না উনি?''
আরও পড়ুন- বাস-ট্রেন বন্ধ, খুলছে শপিংমল ও বেসরকারি অফিস, ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ