মৌপিয়া নন্দী: গত ২ অগাস্ট বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ঘোষণা করেছিলেন, সাংসদ পদে থাকলেও রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন। সেই বাবুলকেই ভবানীপুর উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকায় রেখেছে বিজেপি (BJP)। পরে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন,'উনি সক্রিয় রাজনীতিতে আছেন। সাংসদ থাকলে কীভাবে অরাজনৈতিক থাকা যায়!' সেই জল্পনা আরও বাড়ে প্রিয়াঙ্কাকে বাবুলের শুভেচ্ছা-টুইটে। তাহলে কি মতবদল আসানসোলের সাংসদের? Zee ২৪ ঘণ্টার 'আপনার রায়' অনুষ্ঠানে সমস্ত জল্পনার নিরসন করলেন বাবুল। জানিয়ে দিলেন, 'প্রচারে থাকব না।'      
         
বাবুলের (Babul Supriyo) আইনজীবী হিসেবেই পরিচিত ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ২০১৪ সালে তাঁর হাত ধরেই ঢোকেন বিজেপিতে। সেই প্রিয়াঙ্কাকেই ভবানীপুরে প্রার্থী করেছে বিজেপি (BJP)। প্রার্থী ঘোষণা হওয়ার পর তাঁকে শুভেচ্ছাও জানান আসানসোলের সাংসদ। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে যে নেতানেত্রীরা নামবেন, সেই তালিকায় জ্বলজ্বল করছিল বাবুলের নামও। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বাবুল (Babul Supriyo) কি প্রচারে থাকবেন? Zee ২৪ ঘণ্টার 'আপনার রায়' অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় বলেন,'প্রথমত প্রিয়াঙ্কা ও বিজেপিকে ধন্যবাদ জানাব, খুব সাহসী সিদ্ধান্ত। প্রিয়াঙ্কার সঙ্গে পারিবারিক সম্পর্ক। ২০১৪ সালে আমি ওঁকে বিজেপিতে যোগদান করাই। খুব ভালো আইনজীবী। বলেছিলাম, তোমার রাজনীতিতে আসা উচিত। আসানসোলে আমার সঙ্গে প্রচারও করেছে। নানারকম বাধাবিপত্তি পেরিয়েছে। এত গুরুত্বপূর্ণ লড়াইয়ে আস্থা রেখেছে দল। সাহস করে লড়াই করাটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী যখন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাহসটা সবার থাকে না।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রচারে কি থাকবেন? বাবুল Babul Supriyo)  বলেন,'দূর থেকে শুভেচ্ছা জানিয়েছি। রাজনৈতিক সন্ন্যাস থেকে সরে আসার প্রশ্ন নেই। দল আমাকে তারকা প্রচারকের তালিকায় রেখেছে সেজন্য বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি। পরিষ্কার করে বলেছিলাম, রাজনৈতিক মঞ্চে দেখা যাবে না। আমি কোনও প্রচারে থাকব না। আমাকে দেখতে পাবেন না। আমার অগ্রাধিকার এখন আসানসোলের মানুষ।'


তবে বাবুল যে প্রচার করবেন তেমন কথা এ দিন স্পষ্ট করে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিকদের প্রশ্নে দিলীপ জানান,'উনি কি স্টার নন? আপনাদের কী মনে হয়? উনি তো সুপারস্টার। উনি সক্রিয় রাজনীতিতে আছেন। একজন সাংসদ তো আর অরাজনৈতিক হতে পারেন না। বিশেষ পরিস্থিতিতে অনেক কথা বলেছেন। মনখারাপ হয়েছিল। উনি আমাদের নেতা। একজন রাজনীতিক হিসেবে তিনি মুখ। বহু লড়াই লড়েছেন। এখানেও থাকবেন আমাদের সঙ্গে।' 


দিলীপের মন্তব্যের প্রেক্ষিতে বাবুল বলেন,'আমাকে সুপারস্টার প্রচারক বলার জন্য দিলীপদাকে ধন্যবাদ। তবে ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছি তা থেকে সরব না। অকস্মাৎ বা আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছি, এটা ভুল ধারণা। রাজনীতি নিয়ে সচেতন। কিন্তু সক্রিয় রাজনীতিতে দেখা যাবে না আমায়। আমি কোনও প্রচারে থাকব না।'     


আরও পড়ুন- রাজনীতি ছাড়লেও সাংসদ থাকছি, ঘোষণা Babul-র, ছাড়ছেন বাংলো ও কেন্দ্রীয় নিরাপত্তা


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)