ওয়েব ডেস্ক: জেশপ কারখানায় গত অক্টোবরেই দু দুবার আগুন লাগে। চুরি যায় প্রচুর যন্ত্রাংশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তের ভার নেয় CID। ফরেন্সিক রিপোর্ট জানিয়ে দেয় অগ্নিকাণ্ড আসলে অন্তর্ঘাত। জেসপ কর্তা পবন রুইয়াকে তলব করে সিআইডি। হাইকোর্ট বলে রুইয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও নেওয়া যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে পবন রুইয়াকে। এর পরেও তিন-তিন বার সিআইডির তলবে হাজিরা দেননি রুইয়া।


আরও পড়ুন- স্ত্রীকে কটূক্তি; প্রতিবাদ করায় পুলিস সার্জেন্টকে বেধড়ক মার


এর মধ্যেই গত পঁচিশে নভেম্বর রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেন রেলের এক্সিকিউটিভ ডিরেক্টর। জানান বরাতের রেল রেক তৈরি হয়নি। এছাড়াও রেক তৈরির কাঁচামাল হিসাবে প্রায় ৫০ কোটির যন্ত্রাংশ চুরি গেছে। এই নিয়ে অভিযোগ দায়ের করে রেল। CID- বলছে অধিগ্রহণ প্রক্রিয়া শেষের আগে জেসপকে আরও দুর্বল দেখিয়ে বাড়তি মুনাফা লোটাই ছিল রুইয়ার টার্গেট।