নিজস্ব সংবাদদাতা: হঠাৎ নবান্নে দেখা গেল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তিনি দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দু’জনের কথা হল বেশ কিছুক্ষণ। বৃহস্পতিবার নবান্নে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর আলোচনায় পুরভোটের মুখে রাজ্যের রাজনৈতিক সমীকরণ যেন হঠাৎ করেই নতুন দিকে মোড় নিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরভোটের মুখে বিজেপির হয়ে লড়াইয়ে নামছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়— অন্তত রাহুল সিনহার তরফে এমনই ইঙ্গিত ছিল। তাহলে কি বৈশাখীর মাধ্যমে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়! এ দিকে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়ার পর থেকে ১৩১ ওয়ার্ডে ক্রমশ গুরুত্ব বাড়ানো হচ্ছে রত্না চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, শোভন চট্টোপাধ্যায় যে আসনের বিধায়ক, রত্না চট্টোপাধ্যায়কে সেই বেহালা পূর্ব বিধানসভা আসনের পর্যবেক্ষক নিযুক্ত করেছে তৃণমূল। তাই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল।


আরও পড়ুন: বাম-কংগ্রেস, তৃণমূল, বিজেপি, কার ঘর কে ভাঙবে? রাজ্যসভা নির্বাচনে তুঙ্গে ক্রস ভোটিংয়ের আশঙ্কা


রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, ভোটের ময়দানে কলকাতার প্রাক্তন মেয়র পদ্ম শিবিরের হয়ে লড়াইতে নামলে তৃণমূলের লড়াই কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। নবান্নে কী কথা হয়েছে দুজনের মধ্যে? সূত্রের খবর, বৈশাখীর কাছে শোভন চট্টোপাধ্যায়ের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। পুরভোটের মুখে বিজেপি শিবিরের শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয়তা ঠেকাতেই কি এবার আসরে খোদ তৃণমূল সুপ্রিমো? তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এ সব জল্পনা উড়িয়ে কলেজ সংক্রান্ত বিষয়েই আলোচনা হয়েছে বলে দাবি করেন মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী। তবে তাতে এখনই জল্পনার অবশান হচ্ছে না।