ওয়েব ডেস্ক: আদিবাসী সমাজে শিক্ষা প্রসারের উদ্যোগ। ২০২১ সালের মধ্যে দেশজুড়ে ১ লক্ষ একাল বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে বনবন্ধু পরিষদ । প্রকল্পের নাম একাল অভিযান। রবিবার কলকাতায় সংস্থার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিলেন উদ্যোগপতি লক্ষ্মী গোয়েল। গ্রামীণ ভারতে কর্মরত বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন বনবন্ধু পরিষদ। দেশের ৫৪ হাজার গ্রামে কাজ করছে তারা। শিক্ষার প্রসার ছাড়াও গ্রামীণ ভারতে স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যেও কাজ করছে তারা।