নিজস্ব প্রতিবেদন: পুজোর আগেই বাংলাদেশ থেকে আসছে পুজোর উপহার। মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন বাজারে মিলতে পারে বাংলাদেশের ইলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের জন্য মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে শেখ হাসিনা সরকার। বিপুল পরিমাণ ওই ইলিশ ধাপে ধাপে ঢুকবে কলকাতা ও সংলগ্ন বাজারগুলিতে।


আরও পড়ুন- Tripura: অভিষেকের মিছিল নিয়ে অবিলম্বে ত্রিপুরা সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে, নির্দেশ হাইকোর্টের


পদ্মা বা বাংলাদেশের ইলিশের জন্য পথ চেয়ে বসে থাকে বাঙালি। পুজোর সময়ে চাহিদা ওঠে তুঙ্গে। ফলে দাম চলে যায় ধরাছোঁয়ার বাইরে। দামের তোয়াক্কা না করে বাংলাদেশের ইলিশের জন্য ঝাঁপায় এপার বাংলার ইলিশপ্রেমীরা।


আরও পড়ুন- Rajya Sabha Poll: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় তৃণমূলের Sushmita! Suvendu -র ঘোষণায় স্পষ্ট ছবি  


অতীতেও দেখা গিয়েছে, ইলিশের জন্য বাংলাদেশের কাছে আবেদন করেছে রাজ্য সরকার। কারণ কূটনৈতিক-সহ একাধিক কারণে মাঝে মধ্যেই ইলিশ পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ। বিভিন্ন সময়ে ইলিশ কূটনীতিকর নিদর্শন রয়েছে দুই দেশের মধ্যে। ফলে ইলিশ আসা শুধু ইলিশ রসিকদের জন্য ভালো খবর নয়, দুদেশের সম্পর্কের একটা ভালো দিকেরও ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)