নিজস্ব প্রতিবেদন: চিকিৎসা করাতে এসেছিলেন এ শহরে। পার্ক সার্কাসের একটি হোটেল মিলল বাংলাদেশি নাগরিকের দেহ। খুন নাকি আত্মহত্যা? তদন্তে নেমেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মৃতের নাম তনবীর নইম। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। ২৮ এপ্রিল মেডিক্যাল ভিসায় বাংলাদেশ থেকে এসেছিলেন কলকাতায়। পার্ক সার্কাসের একটি হোটেলে থাকছিলেন তনবীর। প্রতিদিন সকালেই ঘুম ওঠে হোটেল থেকে বেরিয়ে যেতেন। এদিন বেলা গড়িয়ে গেলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি তাঁর। হোটেলের এক কর্মী চা নিয়ে গিয়েছিলেন। কিন্তু অনেক ডাকাডাকির পরেও ঘরের দরজা খোলেননি ওই বাংলাদেশি নাগরিক। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পার্ক সার্কাস থানায়।


আরও পড়ুন: Fake Vaccine Case: দেবাঞ্জন-সহ ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ কলকাতা পুলিসের


তারপর? দরজা ভেঙে হোটেলের ঘরে ঢোকেন পুলিসকর্মীরা। দেখা যায়, ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তনবীর।  হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে খাবারের অর্ডারও দেননি তিনি। কীভাবে মারা গেলেন? তা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিস। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)