যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের ব্যানার - পোস্টার
তৃণমূলের অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরাই পুড়িয়ে গিয়েছে তাদের লাগানো ব্যানার। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের।
নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লাগানো ব্যানার। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারগুলি লাগিয়েছিল শাসকদলের ছাত্র সংগঠন। রবিবার ক্যাম্পাসে ব্যানারগুলি পুড়িয়ে দেয় কেউ বা কারা।
তৃণমূলের দাবি, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহিদদের সম্মান জানাতে আর্টস - সায়েন্স মোড়ে কয়েকটি ব্যানার টাঙায় তারা। তৃণমূলের উদ্যোগে উজ্জাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার দেখা যায়, কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে ব্যানারগুলি। কয়েকটি ব্যানারের কোনও হদিশই নেই। কয়েকটি পড়ে রয়েছে অর্ধদগ্ধ অবস্থায়।
তৃণমূলের পার্টি অফিসে ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি কর্মী-সমর্থকরা
তৃণমূলের অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরাই পুড়িয়ে গিয়েছে তাদের লাগানো ব্যানার। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের।
সম্প্রতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্বাবদ্যালয়ের পরিস্থিতি। ছাত্র সংসদের নির্বাচন করানোর দাবিতে গত সপ্তাহে ফের বিক্ষোভে বসেছিলেন ছাত্ররা। সেই সময় বিক্ষোভকারীরা উপাচার্য সুরঞ্জন দাসকে শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে তৈরি হয়েছে কমিটি।