ওয়েব ডেস্ক : লোকগান ও বাঁশীর সুরে জমে উঠল মানব সম্প্রীতির "মানুষ মেলা"। বৈষ্ণবঘাটা পাটুলি মেলার মাঠে আয়োজন করা হয়েছিল তিনদিন ব্যাপী এই মেলার। উদ্বোধন করেন লক্ষ্মণ দাস বাউল। এপার বাংলা ও ওপার বাংলাকে মেলাল "মানুষ মেলা"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুই বাংলার বাউল-ফকিরদের নিয়ে তিনদিনব্যাপী এই মেলায় এবার যোগ দিয়েছিলেন বাংলাদেশের লালন অ্যাকাডেমির শিল্পীরাও। গত বছর থেকে এই মেলা আয়োজন করা হয়। "দুই সম্প্রদায়ের মিলন উত্‍সব এই মেলা", বলেন মেলার অন্যতম উদ্যোক্তা সৈকত সরকার। বৈষ্ণবঘাটা পাটুলি মেলার মাঠে আয়োজিত এই মেলায় তিনদিনে প্রায় ২০ হাজারেরও বেশী দর্শক হয়। গান বাজনার পাশাপাশি ছিল মাঠে বসে আড্ডা ও খাওয়াদাওয়া।


পড়ুন, ১১৫ টি দেশের ২০০টি ছবি, সাড়ম্বরে শেষ হল KIWEFF