নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরসভার ভোটে প্রার্থী তালিকা বিজেপি কবে প্রকাশ করবে তা নিয়ে আগ্রহ বাড়ছিল। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, কয়েকটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে সমস্যা রয়েছে। সেসব মিটে গেলেই প্রার্থী ঘোষণা করা হবে।  এর মধ্যেই আজ দলের নেতা রাহুল সিনহা জানিয়ে দিলেন, সোমবার প্রকাশিত হচ্ছে বিজেপির প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার হেস্টিংসে বিজেপির দফতরে দলের বৈঠকের পর রাহুল সিনহা জানান, প্রার্থীতালিকা আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি। ১৪৪টি ওয়ার্ডেরই প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। ওই তালিকায় সমাজের বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন। মহিলাদের পাশাপাশি তরুণ প্রার্থীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, ডাক্তার, অধ্যাপক-সহ সব পেশার মানুষজনকে রাখা হয়েছে তালিকায়। আগামিকাল তালিকা প্রকাশ করা হবে।


বিধানসভা নির্বাচনেও প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে কিছুটা গড়িমসি করেছিল রাজ্য বিজেপি। এবার কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ইতিমধ্য়েই প্রকাশ করেছে তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হওয়ার আগ্রহ বাড়ছিল, কবে তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির। তবে বিজেপি শীর্ষ নেতারা বারেবারেই বলে আসছেন, ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করবে দল।


আরও পড়ুন-Nadia Accident: নদিয়ায় নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর 


আজ বিজেপির প্রচার সমিতির বৈঠক ছিল হেস্টিংসের দফতরে। বৈঠকে আলোচ্য বিষয় ছিল কলকাতা পুরভোটে দলের রণকৌশল কী হবে। বুথে বুথে এজেন্ট দেওয়া  এবং প্রচারে র ক্ষেত্রে কর্মীদের কী ভূমকা হবে। তা নিয়েই আজ শুধু নয়, দুদিন ধরে চলছে বৈঠক। হাওড়া পুরভোটে দলের রণকৌশল কী হবে তা নিয়েও বৈঠক করেন শীর্ষ নেতৃত্ব।   


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)