ওয়েব ডেস্ক: ইস্যু একটাই। আর তাতেই ক্রমশ এককাট্টা হচ্ছে বিরোধীরা। পুরভোটে সন্ত্রাস ইস্যুতে বামেদের পর এবার বিজেপি। তিরিশ তারিখ বারো ঘণ্টার বাংলা বনধ ডাকলো বিজেপিও। বনধ ডাকতে কংগ্রেসকেও আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ। আর এই একটা ইস্যুই কার্যত একজোট  করে দিল রাজ্যের বিরোধী দলগুলিকে। দলমতের গণ্ডি পেরিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর ডাক। কতটা সাড়া দিচ্ছে রাজ্যের আরেক বিরোধী দল কংগ্রেস?


পুরভোটে  কমিশনের ভূমিকা নিয়েও সরব বিরোধীরা। সোমবার পথে নামে বিজেপি। রাস্তা রোকো হয় কমিশন অফিসের সামনে। দাবি ওঠে নির্বাচন কমিশনারের পদত্যাগের। পুলিসের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মী সমর্থকদের। তিরিশ তারিখের সাধারণ ধর্মঘটের দিন বাধা পেলে কোন পথে হাঁটবেন বামেরা? সবমিলিয়ে সরকারকে নিশানা করে এবার ক্রমশ  এককাট্টা হচ্ছেন বিরোধীরা।