ওয়েব ডেস্ক: বনধে সরকারি অফিস সচল রাখতে, কর্মী-অফিসারদের আগের রাতে অফিসেই থাকার নির্দেশ দিল প্রশাসন। এই প্রথম বনধের আগে জারি করা হল এমন নির্দেশিকা। এর আগেও একাধিক বনধে কর্মীদের অনেক সময় রাতে অফিসে থেকে যেতে দেখা গেছে। কিন্তু নির্দেশিকা জারি করে কর্মীদের থাকতে বলা এই প্রথম। নবান্ন ছাড়াও রাইটার্স বিল্ডিং, টোডি ম্যানসন ও বিকাশ ভবনে রাতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বনধ সমর্থকদের দাবি, রাজ্য সরকার ভয় পেয়েছে। বনধ সফল হবে, একথা বুঝতে পেরেই তড়িঘড়ি এমন নির্দেশিকা জারি করেছে প্রশাসন।