নিজস্ব প্রতিবেদন : স্বাগত ১৪২৫। পুরনো যা কিছু মন্দ, তা ভুলে এ যেন এক নতুন উদ্যমে পথচলা। বছর শুরুর আনন্দে মাতোয়ারা বাংলা। খাবার পাতে কিংবা সাজ-পোশাকে বাঙালিয়ানা যেন আজ পরতে পরতে। ভূরিভোজের সঙ্গে ভাজভাঙা নতুন পোশাকের গন্ধ। মন্দিরে মন্দিরেও চলছে হালখাতা পুজো। নতুন দিনের রবির কিরণে আলোকিত বাঙালির বছর শুরু। 'জীর্ণ পুরাতন যাক ভেসে যাক', আনন্দে কাটুক ১লা বৈশাখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা


কব্জি ডুবিয়ে মাছ-মাংস কিংবা মন ভরে রসগোল্লা-সন্দেশ খাবার পালা। এসব শুরু করার আগে বৈশাখের ক্লান্তি জুড়োনোর জন্য পয়লা গুরুত্ব একগ্লাস সবুজ সরবতের। আমপোড়া সরবত। এখন রেস্তোরায় বাঙালি শেফের হাতে তৈরি খাঁটি আমপোড়া সরবতে শুরু হচ্ছে পয়লা বৈশাখ।


এদিকে, নববর্ষ উপলক্ষে রাতেই কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। কাছেই থাকেন। তবুও ব্যস্ততার কারণে সবসময়ে আসা হয় না। ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে আপ্লুত এলাকাবাসী। একই সঙ্গে রাজ্যবাসীকেও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


আরও পড়ুন- সময়ে ফ্ল্যাট না দিলে প্রোমোটারের হবে মোটা অঙ্কের জরিমানা!