নিজস্ব প্রতিবেদন : একদিনে আক্রান্ত ১৩০ জন। রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭০০ ছুঁই। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে মোট আক্রান্ত ১৬৭৮ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৯৫ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লেও, শুক্রবারের রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যা কমেছে। রাজ্য সরকার জানিয়েছে, কলকাতায় ৬ তারিখে কনটেইনমেন্ট জোন ছিল ৩৩৪। আজ তা কমে দাঁড়িয়েছে ৩১৯-এ।  তবে একদিকে কলকাতায় যখন কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে, তখন অন্যদিকে উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা বেড়়েছে। ৬ তারিখে উত্তর ২৪ পরগনায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৮৫। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।


তবে স্বস্তির বিষয় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, মালদা, হাওড়া ও হুগলিতে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়েনি। যা ছিল তাই রয়েছে। আজকের বুলেটিন অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় ২২, পূর্ব মেদিনীপুরে ৭, মালদায় ৩, হাওড়ায়৭৬, হুগলিতে ১৮, নদিয়ায় ১, পশ্চিম মেদিনীপুরে ৫, পূর্ব বর্ধমান ১, জলপাইগুড়িতে ১, দার্জিলিঙে ২, কালিংপংয়ে ২টি কনটেইনমেন্ট জোন। রাজ্যে এখন মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৫৪৯টি।


আরও পড়ুন, বিতর্কের মাঝেই পুর নিগমের 'কেয়ারটেকর বোর্ড'-এর প্রথম বৈঠক সারলেন ফিরহাদ