নিজস্ব প্রতিবেদন: কোভিড টিকা (Covid Vaccine) নেওয়ার পর বয়স নাম-ধাম দিয়ে মিলছে শংসাপত্র। আর সেই শংসাপত্রে জ্বলজ্বল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে বাংলায় কোভিড টিকাকরণের শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার পর এই শংসাপত্র দেবে রাজ্য সরকার।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে ৬০ বছর, পরে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের শুরু হয় টিকাকরণ (Covid Vaccination)। বিনামূল্যে টিকা পাচ্ছেন উল্লিখিত শ্রেণির মানুষরা। তবে ১ মে থেকে শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ। সেই টিকাকরণের খরচ বহন করতে হচ্ছে রাজ্যগুলিকে। ইতিমধ্যেই টিকা কিনেছে পশ্চিমবঙ্গ সরকার। ওই শ্রেণির ব্যক্তিরা অর্থাৎ ১৮ থেকে ৪৪ বছরের টিকাগ্রহীতারা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত শংসাপত্র। তাতে লেখা,'সজাগ থাকুন, নিরাপদে থাকুন।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ১৫০ কোটি টাকা দিয়ে টিকা কিনছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত টিকাকরণ করা হয়েছে ১.৪ কোটি রাজ্যবাসীকে।




প্রসঙ্গত, রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই দাবিতে মমতা-সহ অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন পড়শি রাজ্যের নবীন পট্টনায়েকও। 


আরও পড়ুন- নিরাপত্তা বাড়ছে Firhad Hakim-র, বাড়ি ও পুরভবনে বাড়তি সুরক্ষা