নিজস্ব প্রতিবেদন :  সল্টলেকে সিজিও কমপ্লেক্সে অফিসে এলেন বিধাননগর কমিশনারেটের একজন পুলিস অফিসার। হাতে বেশকিছু নথিপত্র নিয়ে ওই অফিসারকে সিবিআই অফিসে ঢুকতে দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, আর আই মোল্লা নামে ওই অফিসার সারদা কেলেঙ্কারির তদন্তের স্বার্থে গঠিত সিট-এ ছিলেন। তদন্তে সারদার যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল, তাঁর দায়িত্বে ছিলেন তিনি। আজ ওই অফিসারের কাছ থেকে বাজেয়াপ্ত সেই নথিপত্র চাওয়া হয়। সেই নথিপত্র নিয়েই তিনি সিবিআই অফিসে আসেন বলে সূত্রে খবর।


উল্লেখ্য, রাজীব কুমারের পর এবার সিবিআইয়ের নজরে অর্ণব ঘোষ। সারদাকাণ্ডের তদন্তে অর্ণব ঘোষকে নোটিস পাঠিয়েছে সিবিআই। সারদা তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের সদস্য ছিলেন অর্ণব। সিটের প্রধান রাজীব কুমারের আস্থাভাজন ছিলেন তিনি। বুধবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


আরও পড়ুন, নজিরবিহীন! তিন দিনে ৩ জন কমিশনার বিধাননগরে, রাজ্য পুলিসে ব্যাপক রদবদল   


সারদা কেলেঙ্কারির সময় বিধাননগরের গোয়েন্দাপ্রধানও ছিলেন অর্ণব ঘোষ। সিট-এ রাজীব কুমারের পর তিনিই ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড। তখন তদন্তে একাধিক তথ্যপ্রমাণ জোগাড় করেছিলেন অর্ণব ঘোষ। কমিশনারেটের ২ অধঃস্তন কর্মীর কাছ থেকে সেই তথ্য জানতে পারেন তদন্তকারীরা।