নিজস্ব প্রতিবেদন:  পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।  নিউটাউনের নুতুনপুকুর এলাকার ঘটনা। নিহত ব্যক্তি পেশায় আইটি কর্মী বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শীরা জানান,  বুধবার রাতে নিউটাউন নতুন পুকুরের কাছে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। নিউটাউন থানার দিক থেকে সাপুরজির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।   রাস্তার গার্ডওয়ালে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান চালক।


স্থানীয়রা ছুটে  গিয়ে  প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে  নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা  মৃত বলে  জানিয়ে দেন। পুলিশ সূত্রে খবর হেলমেট থাকলেও সেটা  না পড়ে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি।