নিজস্ব প্রতিবেদন: গত বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে সিপিএমের। উপনির্বাচনেও সেই ধারা অব্যাহত। ভবানীপুরে আরও ভোট কম। বাম-ভোট কমলেও তা অপ্রত্যাশিত নয় বলেই মনে করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোনারপুর রাজপুরের রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচিতে বিমান (Biman Basu) অকপট, ফল যা হওয়ার ছিল তাই-ই হয়েছে। ব্যতিক্রমী রেজাল্ট হবে বলে মনে করিনি। ভোটের হার বিশাল বাড়বে এটাও ভাবিনি। একইসঙ্গে ভবানীপুরে ভোটের হার কম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন,''একথা ঠিক কিছু মানুষ ভোট দেয়নি ভবানীপুরে। কেন দিল না জানি না সেটা। আর অন্যান্য জায়গায় ভোট ভালোই হয়েছে। সেখানেও যা হওয়ার তাই হয়েছে।'' 


অতিসম্প্রতি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মন্তব্য করেছিলেন, ভোট শেষ সংযুক্ত মোর্চাও শেষ। ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। তাতে কি সংযুক্ত মোর্চা লড়াই করবে? না কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবেন? বিমানের উত্তর,''কীভাবে লড়ব সেটা পরে ঘোষণা করব।''


আরও পড়ুন- একুশের পর ভবানীপুর হেরে BJP কি বুঝল সংগঠনই সারসত্য? স্বীকারোক্তি Priyanka Tibrewal


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)