28th KIFF: মঞ্চে বীরবাহাকে সামনে রেখেই রাষ্ট্রপতি-বিতর্কে জল ঢাললেন মমতা
28th KIFF: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারাকে উদ্দেশ করে কুমন্তব্য করেছিলেন মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে সোচ্চার হয় গেরুয়া শিবির। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মমতার পাশে বীরবাহা হাঁসদার উজ্জ্বল উপস্থিতি সেই জবাব দেওয়ার বৃত্তকেই সম্পূর্ণ করল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত বীরবাহা হাঁসদা। একেবারে আদিবাসী সাজেই মঞ্চ আলো করলেন রাজ্যের মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়িকা। তবে রাজনৈতিক পরিচয়ের অনেক আগেই বীরবাহা হাঁসদা সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, নামজাদা অভিনেতা। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রীতিমতো নজর কাড়ল বীরবাহা হাঁসদার উপস্থিতি। রাজ্য সরকারের হয়ে তিনি অভ্যর্থনা জানান জয়া বচ্চনকে। জয়াকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে স্মারক তুলে দেন অভিনেতা তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা। সম্মানিত, আবেগ আপ্লুত জয়াকেও পালটা বুকে জড়িয়ে ধরতে দেখা যায় বীরবাহা হাঁসদাকে। আর এইসবের মধ্যে দিয়েই যেন মূর্ত হল একটি গূঢ় ও রাজনৈতিক বার্তা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারাকে উদ্দেশ করে কুমন্তব্য করেছিলেন মন্ত্রী অখিল গিরি। তাঁর সেই কুমন্তব্য়কে ঘিরে ব্যাপক জলঘোলা হয়। মুখ পোড়ে শাসকদলের। বিজেপি সেই কুমন্তব্যকে হাতিয়ার করে মাঠে ময়দানে নেমে পড়ে। আদিবাসীদের তৃণমূল মর্যাদা দিতে জানে না! আদিবাসীদের প্রতি তৃণমূলের কোনও সম্মান নেই! এই দাবিতে সোচ্চার হয় গেরুয়া শিবির। অখিলের মন্তব্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তৃণমূলের জন্য। এই পরিস্থিতি হাল ধরতে আসরে নামতে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। দল যে কোনওভাবেই অখিল গিরির মন্তব্যকে সমর্থন করে না, তা স্পষ্ট করে দেন মমতা।
অখিল গিরির উদ্দেশে কড়া বার্তা দেন মমতা। বলেন, 'অখিলের এমন মন্তব্য করা ঠিক হয়নি। অখিল এটা অন্যায় করেছে। আমি কনডেম করছি। আমি এর জন্য লজ্জিত। আমি ক্ষমা চাইছি। অখিলকে দলের তরফে সতর্ক করা হয়েছে। অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। এটা আমাদের দলের সংস্কৃতি নয়। যদি ভবিষ্যতে আবার এই ধরনের কিছু হয়, তাহলে দলের পক্ষ থেকে নিশ্চিত করেই অ্যাকশন নেওয়া হবে। আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি। হাইলি রেসপেক্টেড। সেখানে রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অন্যায় করেছে অখিল গিরি।'
অখিল গিরির মন্তব্যের নিন্দা করার পাশাপাশি সেদিনই বীরবাহ হাঁসদার নামোল্লেখ করে বিজেপিকে বিঁধেছিলেন মমতা। বিজেপির আক্রমণের জবাব দিয়েছিলেন। পালটা আক্রমণ করেছিলেন। বলেছিলেন, 'ঝাড়গ্রামের মেয়ে। সাংস্কৃতিক বাড়ির মেয়ে। আদিবাসী মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মত! সেটা কি খুব রুচিকর? নাকি কাউকে দাঁড়কাকের মত দেখতে বলাটা রুচিকর?' এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মমতার পাশে বীরবাহা হাঁসদার উজ্জ্বল উপস্থিতি সেই জবাব দেওয়ার বৃত্তকেই সম্পূর্ণ করল।
আরও পড়ুন, 28th KIFF: পৌঁছতে দেরি! শাহরুখ-রানিকে ছাড়াই শুরু হল কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান