নিজস্ব প্রতিবেদন : বউবাজারের দুর্গা পিথুরি লেন ও স্যাকরা পাড়ায় সবচেয়ে বড় উত্সব দুর্গাপুজো নয়, বিশ্বকর্মা পুজো। কারন এই দুটি পাড়ার প্রায় সব বাসিন্দার পেশা কোনও না কোনওভাবে যন্ত্রের ওপর নির্ভরশীল। প্রায় সাড়ে চারশো গয়নার কারিগর, মনিকার, হল মার্ক শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন এখানে। তাই স্বাভাবিকভাবেই শিল্পকলার দেবতা বিশ্বকর্মা এখানে পূজিত হন মহা ধুমধামে। সবার কছে বিশ্বকর্মা পুজোর দিনটাই সারা বছরের ভালো কারবারের সূচক। কিন্তু এবার ব্যতিক্রম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



দুর্গা পিথুরি লেন ও স্যাকরা পাড়া- দুটোরই অস্তিত্ব প্রায় বিলুপ্ত। বউবাজারে বিপর্যয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একটার পর একটা অট্টালিকা সম বাড়ি। সঙ্গে চাপা পড়েছে স্বপ্নও- পেট চালানোর, সংসার চালানোর, এমনকী জীবিকার। বিপর্যয়ের সেই কালো অধ্যায়ের পর আজ প্রথম উত্সবের আলো বৌবাজার সোনাপট্টিতে।


আরও পড়ুন - কোনা এক্সপ্রেসওয়েতে রেষারেষির বলি, লরির চাকায় পিষ্ট বাইকচালক


তবে উত্সব এবার ঘুপচি ঘরের গণ্ডি ছাড়িয়ে সর্বজনীন। গৌর দে লেনে সবার সম্মিলিত প্রয়াসে বড় করে হচ্ছে একটি মাত্র বিশ্বকর্মাপুজো। আর সেখানেই আমন্ত্রিত আশেপাশের বিপর্যস্ত সব কটি পাড়ার সেই সব মানুষ, যাঁদের এবার আলাদা করে কোনও পুজো নেই।