আইপিএসদের বিরুদ্ধে শুভেন্দুর দাবিতে সিলমোহর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের
`একটা গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে পুলিস। অত্যাচার করেছে। কোনও আইন-শৃঙ্খলা নেই। দেউলিয়া হয়ে যাওয়া একটা রাজ্য।`
জ্যোতির্ময় কর্মকার: আইপিএসদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শুভেন্দুর দাবিতে সিলমোহর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা রবিশংকর প্রসাদ তোপ দাগেন, নবান্ন অভিযানে পুলিস অত্যাচার চালিয়েছে। প্রায় ৪০০ বিজেপি কর্মী আহত। একইসঙ্গে তিনি আরও বলেন, 'দলের এবার নাম বদলানো উচিত। কারণ তৃণমূল শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর সেই জন্যই এরকম অমানুষিক অত্যাচার করতে পেরেছে।' মঙ্গলবার অভিযান কর্মসূচির পর তৃণমূলকে আক্রমণের যে সুর বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এদিন রবিশঙ্কর প্রসাদের গলাতেও শোনা গেল তারই প্রতিফলন। চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে 'অল আউট অ্যাটাক' করলেন রবিশংকর প্রসাদ। কটাক্ষ করলেন, তৃণমূলের ভিতর কি মুষলপর্ব চলছে? অন্তর্কলহে অতিষ্ঠ দল? সেই কারণেই নজর ঘোরাতে এমন আক্রমণ? প্রশ্ন তোলেন তিনি।
শুধু শুভেন্দু অধিকারী নন, মঙ্গলবার অভিযান কর্মসূচিতে মীনাদেবী পুরোহিতের আক্রান্ত হওয়ার ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া দেন রবিশংকর প্রসাদ। গতকাল মাথা ফাটে মীনাদেবী পুরোহিতের। তাঁর মাথায় ৫টি সেলাই পড়েছে। এদিন সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদ তোপ দাগেন, 'সব সীমা পার করে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। একটা গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে পুলিস। অত্যাচার করেছে। কোনও আইন-শৃঙ্খলা নেই। দেউলিয়া হয়ে যাওয়া একটা রাজ্য। ওরা মুখেই শুধু গণতন্ত্র রক্ষার কথা বলে। আসলে গণতন্ত্রকে ধ্বংস করতে ওরা কোনও চেষ্টারই বাকি রাখেনি।' রবিশংকর প্রসাদ হুঁশিয়ারি দেন, 'কেউ দুর্নীতি প্রশ্নে কোনও উত্তর দিচ্ছে না। তবে মানুষ এর জবাব দেবে।'
আরও পড়ুন, BJP Nabanna Abhiyan: বাঁশপেটা করে পুলিসকর্তার হাত ভাঙা থেকে গাড়িতে আগুন, ধৃত ৪
এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্য়ায়ের প্রশংসা করেন রবিশংকর প্রসাদ। প্রসঙ্গত, বিজেপি দাবি করেছে যে মঙ্গলবার পুলিসি অত্যাচারে প্রায় ৪০০ দলীয় কর্মী আহত। যদিও কমপক্ষে ৩০ জন পুলিস কর্মীও আহত। বাঁশপেটা করা হয়েছে পুলিসকে। ইট ছুঁড়ে মারা হয়েছে। ঘুষি মারা হয়েছে। এমনকি মারের চোটে হাতও ভেঙে গিয়েছে অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারের।