অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশলাইয়ে নিজের ছবি ছাপিয়েছিলেন অজিত পাঁজা। সেটা ছিল একটা সময়। তারপর রাজনৈতিক জনসংযোগের নতুন দিগন্ত খুলেছে। ভার্চুয়াল প্রচারেই এখন স্বচ্ছন্দ দলমত নির্বিশেষে রাজনীতিকরা। তবে এই কোভিড পরিস্থিতিতেও বঙ্গীয় রাজনীতিতে অজিত পাঁজাকে মনে করালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর 'চা চক্র'-র ব্র্যান্ডিংয়ে অভিনব উদ্যোগ নিল রাজ্য বিজেপি (West Bengal BJP)। টি-ব্যাগ দেওয়া হচ্ছে খামের মতো একটি প্যাকেটে। তাতে জ্বলজ্বল করছেন দিলীপ ঘোষ।   


সাত সকালে দিলীপ ঘোষ বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণে। তার সঙ্গে সুকৌশলে মিশিয়ে দিয়েছেন রাজনীতিকে। শুরুর দিকে তাঁর চায়ের আসর বসত স্থানীয় দোকানে। তারপর বাড়তে শুরু করে 'বৈভব'। এখন রীতিমতো শামিয়ানা খাটিয়ে চলে দিলীপের চা চক্র। দলীয় কর্মী তো বটেই সাধারণ মানুষের সঙ্গেও আলাপ জমান বিজেপির রাজ্য সভাপতি। আর শুধু আলাপ জমানোই নয়, কলকাতার ঘুম ভাঙার আগেই তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়ে যায় 'বিতর্ক'। সেই মন্তব্যের রেশ ধরে টিভি চ্যানেলের সান্ধ্য অনুষ্ঠানেও থাকেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য নিজেই স্বীকার করেছেন,'বিতর্ক হয় বলেই তো খবরে থাকেন। এতে তাঁর দলেরই লাভ।' এবার দিলীপ ঘোষের চা-চক্রের বিপণনে অভিনব পদক্ষেপ করল রাজ্য বিজেপি। চা চক্রে সকলকে দেওয়া হবে অর্গ্যানিক চায়ের টি-ব্যাগ। যেমন-তেমন নয়, একেবারে দার্জিলিঙের চা। একটি গেরুয়া প্যাকেটে ভরা থাকছে টি-ব্যাগ। তার উপরে লেখা,'চা-চক্রে দিলীপ দা। ১০০ শতাংশ অর্গানিক দার্জিলিং টি।' 



ব্যক্তি যখন দিলীপ ঘোষ, তখন বিতর্ক হবে না, এটা কি ১০০ শতাংশ নিশ্চিত হয়ে বলা যায়? তা মেনেই বিজেপির রাজ্য সভাপতির এক ঘনিষ্ঠ নেতার মন্তব্য, 'দাদার দেখাদেখিই তো অনেকে এখন চা-চক্রে বসাচ্ছেন সকালে। আর এই টি-ব্যাগ নিয়েও বিতর্ক হতেই পারে। তবে জনসংযোগ যে খাসা হবে, তা নিঃসন্দেহে বলা যায়।'


আরও পড়ুন- লন্ডন থেকে কলকাতায় আসা বিমানে আরও ২ জনের শরীরে Covid-19