জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তে আশঙ্কায় মানুষ। পুজোর পর থেকেই আরও যেন বাড়বাড়ন্ত। গোটা রাজ্যের দ্বিগুণ পজিটিভিটি রেট কলকাতায়! স্বাস্থ্য দফতরের রিপোর্টে প্রকাশ, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন। ডেঙ্গি প্রসঙ্গে কলকাতার মেয়র বারবার সাধারণ মানুষকে সাবধান করেছেন। তবে বিরোধী শিবিরও হাতিয়ার করেছে ডেঙ্গির সংক্রমণকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বলেন, ''ডেঙ্গি চেয়ারম্যান ‌যেদিন থেকে উনি কর্পোরেশনের মেয়র হয়েছেন ডেঙ্গি বেড়েই চলেছে। উনি খালি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন। করোনা চলে গেছে কিন্তু ডেঙ্গির কারণে তার থেকেও ভয়াবহ পরিস্থিতি হয়েছে। ৪০ হাজার লোক সংক্রামিত আরও কত জন সংক্রমিত জানি না। হাসপাতাল না গেলে বোঝা যায় না এই পরিস্থিতি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Dengue Positivity Rate: রাজ্যের মধ্যে কলকাতাতেই রেকর্ডহারে বাড়ছে ডেঙ্গি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে


বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির তোপ, ''উনি খালি বিবৃতি দেবেন কে কি করছে। যারা বিরোধী তারা তাদের কাজ করছে। আপনার ঘুম যদি না ভাঙে সবাই চেঁচাবে। দরকার পড়লে একসঙ্গে চেঁচাবে। না বিজেপি না সিপিএম, বিরোধীদল তারা তাদের কাজ করছে। আপনাকে লোক জিতিয়ে ওখানে বসিয়েছে। সেটা কি মানুষ মরবে আপনি মরা গুনবেন বলে।'' তবে কেবল ফিরহাদ নয় নিশীথ প্রামাণিকের ঘটনাতেও মুখ খুলেছেন তিনি। 


কোচবিহারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ''সারা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে। বীরভূমের অনুব্রত ওখানে কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ -এরা হচ্ছে সেম ক্যাটাগরির লোক। তৃণমূলের নেতা-মন্ত্রীরা যদি সব গুন্ডা হয় সুরক্ষা চাওয়াটা বাতুলতা। আমাদের এখানে প্রথমবার হচ্ছে না। ভোটের পরে পূর্ব মেদিনীপুরে কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন মল্লিধরণ মন্ত্রী। তার উপরে অ্যাটাক হয়েছিল। আমাদের ওপর রোজই হয়। মারে, কেস দেয়, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারও কোন সুরক্ষা নেই। তিনি আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাস্তায় বোম মারা হয়েছে। পশ্চিমবঙ্গে আদৌ সরকার আছে কিনা বোঝা যায় না।''


আগেও মমতার চেন্নাই যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন পদ্ম নেতা। এদিন তিনি আবার বলেন, ২০১৯-এ উনি উত্তর ভারত যাত্রা করেছিলেন। যার যার বাড়ি গেছিলেন সবার দোকান বন্ধ হয়ে গেছে। কেউ কেউ উপরে চলে গেছেন। এবার দক্ষিণ ভারত গেছেন। আমি জানি না কি রেজাল্ট হবে। গতবারে এক ডজন সিট কমেছিল। গতবারে যা হয়েছে ওটার অর্ধেক হবে অপেক্ষা করুন আসছে ২০২৪।


আরও পড়ুন, ED Raid: ফের কলকাতায় ইডির অভিযান, ৫ সদস্যের টিমের তল্লাশি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)