নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপিতে (BJP) ভাঙনের ঘনঘটা। সম্ভবত রবিবারেই 'ফুল বদল' করতে চলেছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এই 'ঘরওয়াপসি'র গুঞ্জন নিয়েই অনুপমের (Anupam Hazra) নিশানায় দেবাংশু (Debangshu Bhattacharya)। নাম না করে এবার যুব তৃণমূল (TMC) নেতাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির 'ডাবল ইঞ্জিন' সরকারের স্বপ্ন চুরমার করে, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের (TMC) নিরঙ্কুশ জয়। এরপর দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেছিলেন, 'দলছুট'দের আর ফেরানো হবে না। 'গদ্দার'রা ফিরলে প্রয়োজনে তৃণমূল ভবনের দরজা আগলে শুয়ে থাকবেন তিনি। যুব তৃণমূল (TMC) নেতার সেই মন্তব্যকে হাতিয়ার করেই রবিবার খোঁচা দিলেন অনুপম হাজরা (Anupam Hazra)। ফেসবুকে তিনি লেখেন, "মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু "মা বলা ছেলেটা" বোকা হলো।...যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায়।"



পাল্টা উত্তর দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। Zee 24 Ghanta-কে তিনি বলেন, "আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অভিনন্দন। উনি সেই দলে রয়েছেন, যে দল এবং তাঁদের নেতা গোটা দেশটাকে বোকা বানাচ্ছে। ফলে বোকা হওয়া, না হওয়া নিয়ে ওনাদের একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে। আমি সেটা বুঝতে পারি। অনুপমবাবুকে বলব, উনিও তো কয়েকদিন ধরে বিজেপির বিরুদ্ধে খুব লিখছেন। তাই উনি কবে আসবেন আর আমাকে আবার শুয়ে পড়তে হবে, সেই তালিকাটা যেন আগে থেকে জানিয়ে দেন। তাহলে আমার সুবিধা হয়।"


জল্পনা রবিবার বিকেলেই তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের সম্ভাবনা রয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)