নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষকে সেন্সর করার খবরে 'উৎফুল্ল' নন BJP নেতা তথাগত রায়। কেন? জি ২৪ ঘণ্টার 'আপনার রায়' বললেন, 'সর্বনাশ যা হওয়ার, তা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হয়েই গিয়েছে। তার দায়িত্ব তো পুরোপুরি দিলীপ ঘোষের নয়। একটা চতুর্ভুজ ছিল। সেই চতুর্ভূজের মধ্যে অবশ্যই দিলীপ ঘোষ ছিলেন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি দল ও সতীর্থদের সম্পর্কে তাঁর বিভিন্ন মন্তব্যে অস্বস্তি বেড়েছে পদ্মশিবিরে। খোদ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে এবার বিশেষ সতর্ক করল BJP। আপাতত সাংবাদমাধ্যমে আর কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি দিতে পারবেন না দিলীপ। ভারতীয় জনতা পার্টির (BJP) লেটারহেডে লেখা চিঠিতে উল্লেখ, 'আপনার মন্তব্য দলের ভাবমূর্তির ক্ষতি করেছে। বারবার কেন্দ্রীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছেন। আপনাকে একাধিকবার সংযত হতে বলা হয়েছে। বহুবার সতর্ক করেও লাভ হয়নি'।


২০২১ বিধানসভা ভোটের পর থেকে দিলীপ ঘোষকে বারবার নিশানা করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি-ও। সেই দিলীপ ঘোষকে শেষপর্যন্ত সেন্সর করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব।


এদিন তথাগত রায় বলেন, 'আমি যখন রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি পেলাম, অর্থাৎ ২০২০ সালের আগস্ট মাসে, তখন পার্টির মধ্যে আবার নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। পার্টি নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। আমাকে সামিল করা হয়নি। কিন্তু আমার বক্তব্য যথাস্থানে বারবার জানিয়েছিলাম। সেই জিনিসটা ঘুরে-ফিরে কেন্দ্রীয় নেতৃত্বের মুখে শুনতে পেলাম। যা হওয়ার তাই হয়েছে, সত্যকে অনন্তকাল চেপে রাখা যায় না'।



এদিকে দল সেন্সর করার পর মুখ খুলেছেন দিলীপ ঘোষও। তাঁর দাবি, 'আমাকে বলেনি। আমি জানিনা'। সাংবাদিকদের দিলীপ বলেন, 'আপনাদের বলেছে তাহলে। আপনারা জানেন। যদি বলে, তাহলে বলে দেব আপনাদের'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)