নিজস্ব প্রতিবেদন: 'বাংলার মত হিন্দু-শিখের স্বার্থে পাঞ্জাবও বিভাজন হয়েছিল, তারপর কি পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয়নি'? 'বাংলা ভাগ' বিতর্কে এবার ফেসবুকে পোস্ট দিলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। সরাসরি নাম করেই লিখলেন, 'ব্রাত্য বসু একটু ইতিহাস ঝালিয়ে নিলে ভালো করবেন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোট মিটতেই এবার বঙ্গভাগের দাবি! বিজেপি দুই সাংসদের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তাঁর কথায়,  'উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি থেকে সরছি না। এটা এখানকার মানুষের দাবি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে যাব। দলের রাজ্য নেতাদেরও বোঝাব'। এদিকে আবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়েও আলাদা রাজ্যের দাবি উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।


সূত্রের খবর, প্রকাশ্যে 'আলাদা রাজ্য' নিয়ে মন্তব্যের জন্য দলের দুই সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁ-কে সতর্ক করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিজের এলাকায় উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে পারেন। তবে আলাদা রাজ্যের দাবি তোলা যাবে না।  এদিন ফেসবুক পোস্টে বিজেপি নেতা তথাগত রায় লিখেছেন, 'পশ্চিমবাংলার সাংসদরা কেউ চাইছেন উত্তরবঙ্গ,রাঢ়বঙ্গ আলাদা হোক। এগুলোকে গুরুত্ব দেবার এখনই কোনো দরকার নেই। কিন্তু বাংলার মত হিন্দু-শিখের স্বার্থে পাঞ্জাবও বিভাজন হয়েছিল, তারপর কি পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয়নি ? ব্রাত্য বসু একটু ইতিহাস ঝালিয়ে নিলে ভালো করবেন'।


 



প্রসঙ্গত,  'বাংলাভাগ' বিতর্কে বিজেপির বিরুদ্ধ সুর চড়িয়েছে তৃণমূল। গতকাল, দলের নেতা, মন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, 'একদিকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, অন্যদিকে বাংলা ভাগ করার দাবি জানাচ্ছে। বিজেপির মধ্যে কোনও ইতিহাস চেতনা। এটা হাস্যকর দ্বিচারিতা'