নিজস্ব প্রতিবেদন: 'কে হিন্দু, কে মুসলিম, সেটা বড় কথা নয়। বাংলায় গণতন্ত্র থাকবে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন।' সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy)।  তিনি বলেন, 'বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। TMC-তে থাকলে মামলা নেই। যেই অন্য দলে যোগ দিচ্ছে, মামলা দায়ের করা হচ্ছে। বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন বলবৎ হওয়ার দরকার।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নিজেরা বানাতে পারেননি, রাজ্যের থেকে নেতা ধার নিচ্ছে BJP: কাকলী ঘোষ দস্তিদার


উল্লেখ্য, রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং (Arjun Singh), মুকুল রায় (Mukul Roy)-সহ একাধিক বিজেপি নেতা। মামলাকারীদের দাবি, BJP-তে যোগ দেওয়ার পর থেকে তাঁদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক একাধিক মামলা দায়ের করা হচ্ছে। সেই মামলার প্রক্ষিতে এদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, 'যতক্ষণ না পর্যন্ত মামলার পরবর্তী শুনানি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মুকুল রায় (Mukul Roy), অর্জুন সিং-এর (Arjun Singh) মতো নেতাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।' নোটিস পাঠানো হয়েছে রাজ্য সরকার ও পুলিসকে। আদালতের রায়ের পর অর্জুন সিং-এর (Arjun Singh) পাশে বসে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মুকুল (Mukul Roy)।


এদিন কলকাতায় দলের সদর দফতরে এসে BJP-তে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের ভগবান পঞ্চায়েত সমিতির সদস্য শেখ হারুন হোসেন, সুলতানা বেগম-সহ একাধিক TMC কর্মী-সমর্থকরা। সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন, 'তিন তালাক বিরোধী আইন কার্যকর হওয়ার পর মুসলিম মহিলাদের এক বড় অংশের মধ্যে BJP-কে সমর্থন করার প্রবণতা দেখা গিয়েছিল। এখন যে হারে লোক তৃণমূল ছাড়ছে, তাতে ১০০টি আসনও পাবে না।'


আরও পড়ুন: বিশ্বভারতীতে BJPর পোস্টার ঘিরে 'নিন্দা'! 'তৃণমূলের পূর্বপরিকল্পিত কাজ' পাল্টা অনুপমের


উল্লেখ্য, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) পর এদিন তৃণমূল ছাড়লেন ব্যারাকপুর বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Datta)।  যদিও নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও কিছু জানাননি তিনি। তবে সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) দাবি, আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভাতেই BJP-তে যোগ দেবে সদ্য পদত্যাগী তৃণমূল বিধায়ক। সম্প্রতি মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন শীলভদ্র। যদিও তাঁর দলের যোগদানে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি BJP-র সর্বভারতীয় সহ সভাপতি।