সুতপা সেন: 'দিদিকে বলো'র নম্বরেই 'সরাসরি মুখ্যমন্ত্রী'! পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের নয়া কর্মসূচির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কমিশন সূত্রে খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? তখনও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। চলতি বছরের শুরুতে জনসংযোগে নয়া কর্মসূচি শুরু করে তৃণমূল। নাম, ‘দিদির সুরক্ষা কবচ’। এই কর্মসূচিতে নির্দিষ্ট একটি নম্বরে ফোন করে অভাব-অভিযোগ জানাতে বলা হয়েছিল সাধারণ মানুষকে। শুধু তাই নয়,'দিদির দূত' গ্রামে গ্রামে গিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক ও নেতারা। 


 ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার, সেদিনই সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'আগে পার্টি থেকে দিদিকে বলো বলে একটা করেছিলাম। ওই ধরণেরই, এটা পলিটিক্যাল নয়, এটা সরকারের সরাসরি মুখ্যমন্ত্রীর নামে। একটা নতুন প্রোগ্রাম। বাংলার মানুষ সরাসরি ফোন করে  যার যা অসুবিধা, সেটা আমাকে জানাতে পারবেন'। জানান,  'নম্বরটা হল, ৯১৩৭০৯১৩৭০। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে'।



আরও পড়ুন: Suvendu Adhikari: ঘন ঘন কেন লোডশেডিং? আচমকাই বিদ্যুৎ দফতরে হাজির শুভেন্দু....


বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মসূচি 'দিদি বলো'-তে যে ফোন নম্বরটি দেওয়া হয়েছিল, সেই নম্বরটিই নাকি ব্যবহার করা হয়েছে সরকারি কর্মসূচি 'সরাসরি মুখ্যমন্ত্রী'-তে! এদিন রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাল দলের এক প্রতিনিধিদল।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)