নিজস্ব প্রতিবেদন: তাঁদের প্রস্তাবিত বিধায়কদের মধ্যে থেকে কাউকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC) চেয়ারম্যান নাও করা হতে পারে৷ শুরু থেকেই এই আশঙ্কা ছিল বিজেপির৷ বিধানসভা অধিবেশনের শেষ দিনে তাঁদের আশঙ্কাই সত্যি হয়৷ মুকুল রায়কে PAC চেয়ারম্যান নির্বাচিত করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এরপর থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে, এবার কী করবে বিজেপি? গেরুয়া শিবিরের পরবর্তী পদক্ষেপ কী হবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ইতিমধ্যে সেই রণকৌশলও সাজিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর নেতৃত্বে আগামিকাল থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কার্যত ছক কষে মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা৷ কী তাঁদের পরিকল্পনা? বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে প্রথমে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ সেখানে বিরোধী দলনেতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ রণকৌশল রচনার পর, বিধানসভার বাকি ৯টি কমিটির চেয়্যারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বিজেপি বিধায়করা৷ মুকুল রায়কে যেভাবে PAC চেয়্যারম্যান করা হয়েছে, তার প্রতিবাদেই সম্ভবত এই গণ ইস্তফা দেবেন তাঁরা৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেবেন বিভিন্ন কমিটির চেয়্যারম্যানরা৷


আরও পড়ুন: জঙ্গিনেতা নাহিদের কথায় ফের সক্রিয় JMB স্লিপার সেল, বাংলাদেশের জেলে বসেই নাশকতার ছক!


আরও পড়ুন: Howrah: গভীর রাতে তুলোর গুদামে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


এখানেই শেষ নয়, সম্ভবত এরপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনেও যাবেন বিজেপি বিধায়করা৷ সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হবেন তাঁরা৷ অধ্যক্ষ বিরোধীদের অধিকার খর্ব করছেন বলেও অভিযোগ জানাবেন৷