নিজস্ব প্রতিবেদন: ২ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই 'ভোট পরবর্তী অশান্তি'র অভিযোগে সরব বিজেপি। এই ইস্য়ুতে একাধিকবার দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষরা। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে চলেছে গেরুয়া শিবির। বর্তমানে বাংলার পরিস্থিতি কেমন? সেই বিষয়ে জানাতে এবার সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোট পরবর্তী সময়ে রাজ্যের পরিস্থিতি কেমন। তাঁদের লোকসভা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতিও বা কী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে দ্বারস্থ হয়ে, তা তুলে ধরবেন এ রাজ্যের বিজেপি সাংসদরা। ইতিমধ্যেই নাকি সময় চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে (PMO) আবেদনও করেছেন। সূত্রের খবর, আগামী দু'দিনের মধ্যে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। সোমবার বা মঙ্গলবার হতে পারে সেই সাক্ষাৎ। রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা।


আরও পড়ুন: উত্তর দমদমে Shootout, গুলিবিদ্ধ হয়ে এক রূপান্তরকামীর মৃত্যু


আরও পড়ুন: Babul-এর ইস্তফা 'নাটক'! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ Kunal Ghosh-এর


এখানেই শেষ নয়, চলতি মাসে একগুচ্ছ কর্মসূচি নিয়ে নামতে চলেছে রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট 'পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ' পালন করবে গেরুয়া শিবির। ওই সপ্তাহের মাঝেই রাস্তায় নামছে মহিলা মোর্চাও| ১৩ অগাস্ট রাজ্যজুড়ে 'আইন অমান্য' আন্দোলনের ডাক দিয়েছে মহিলা মোর্চা। প্রায় গোটা সপ্তাহজুড়ে এই কর্মসূচি চালনের পরিকল্পনা নিয়েছেন তাঁরা। পয়লা অগাস্ট অর্থাৎ রবিবার পালিত হয়েছে 'তিন তালাক প্রত্যাহার' দিবস। মুসলিম মহিলাদের অধিকাররক্ষা দিবস।