অমিত শাহের সফর ঘিরে ৩ দিন EZCC-তে কার্যত বিজেপি পার্টি অফিস
ওয়েব ডেস্ক: লক্ষ্য ২০১৯, তার আগে ২০১৮-র শুরুতেই পঞ্চায়েত নির্বাচন। ভোটবাদ্যি বাজার আগে রাজ্যে দলের সংগঠনকে গোছাতে রবিবার ৩ দিনের কলকাতা সফরে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবারের সফরে মূলত কলকাতাতেই থাকবেন তিনি। দলীয় নেতাকর্মী ছাড়াও বৈঠক করবেন রাজ্যের বুদ্ধিজীবীদের সঙ্গে। হাজির থাকবেন বণিকসভার অনুষ্ঠানে।
বাম বিদায়ের পর থেকেই রাজ্যে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি। বিধানসভায় আসনের নিরিখে এখনো অনেকটা পিছিয়ে থাকলেও মাঠে ময়দানে শাসক তৃণমূলকে টক্কর দেওয়ার প্রতিযোগিতায় এগিয়ে গিয়েছে তারা। এই পরিস্থিতিতে রাজ্যে ক্রমবর্ধমান জনসমর্থনকে ভোটবাক্সে বন্দি করাই আমিত শাহের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই কাজেই কলকাতা আসছেন তিনি।
আরও পড়ুন - আধারের সঙ্গে লিংক না করলে ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাবে সিম
একনজরে অমিত শাহের সফরসূচি
রবিবার (১০ সেপ্টেম্বর)
রাত ১০টা - দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ।
রাত ১১টা - পোর্ট গেস্ট হাউজে রাত্রিবাস
সোমবার (১১ সেপ্টেম্বর)
সকাল ১০টা - সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়িতে কর্মসূচি
বেলা ১২টা - আসিসিআরএ দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক। হাজির থাকবেন রাজ্য নেতৃত্ব ও জেলা সভাপতিরা
বেলা ১টা - দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে দুপুরের খাওয়াদাওয়া
বেলা ৩টে - আইসিসিআর-এ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক
রাত ৭টা - নৈশভোজ
রাত ৮টা - রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)
সকাল ৮.৩০ মিনিট - গোটা রাজ্যে পার্টি অফিস তৈরির জন্য গঠিত কমিটির সঙ্গে বৈঠক
সকাল ৯টা - আইসিসিআর-এ দলীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেবেন অমিত শাহ
সকাল ১০.১৫ মিনিট - বিস্তারকদের সঙ্গে বৈঠক
বেলা ১২টা - বিভিন্ন জায়গায় আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁদের পরিজনদের সঙ্গে দুপুরের খাওয়াদাওয়া
বেলা ১.১৫ মিনিট - আইসিসিআর-এ মিডিয়া ও আইটি সেলের বৈঠক
বেলা ৩.৩০ মিনিট - আইনজীবীদের সঙ্গে বৈঠক
বিকেল ৫টা - সাংবাদিক ও সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক
রাত ৭টা - পোর্ট গেস্ট হাউজে নৈশভোজ
রাত ৮টা - রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক
বুধবার (১৩ সেপ্টেম্বর)
সকাল ৯টা - পোর্ট গেস্ট হাউজ়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক
১১টা - কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান
১২.৩০ মিনিট - দলীয় কর্মীদের সঙ্গে দুপুরের ভোজ
২.৩০ মিনিট - বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক
বিকেল ৪টে - গ্র্যান্ড হোটেলে মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের বৈঠকে হাজির থাকবেন অমিত শাহ
বিলেক ৫টা - কলকাতা ছাড়বেন অমিত শাহ
গত মে মাসে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। চষে ফেলেছিলেন উত্তর থেকে দক্ষিণ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে ৫টি রাজ্যে নিজের শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে বিজেপি তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। অমিত শাহের সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পোর্ট গেস্ট হাউজ়, আইসিসিআর ও বিজেপি পার্টি অফিসে।