নিজস্ব প্রতিবেদন:  সিমলা স্ট্রিট থেকে বিজেপির বাইক মিছিল শুরু হল। শুরুতেই বিতর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেরিতে আসায় বিরক্তি প্রকাশ করেন হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার। আর দেরিতে হলে মিছিল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তখনই পৌছন দিলীপ ঘোষ। মিছিল শুরু হয়। গন্তব্য কোচবিহার। সোমবার রাতে কৃষ্ণনগরে নাইটহল্ট।  মালদহ হয়ে বুধবার মিছিল পৌঁছবে  ইসলামপুরে।


২০ জানুয়ারি কোচবিহারে পৌছবে বাইক মিছিল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং কড়া নজরদারিতে বিজেপির বাইক মিছিল। মিছিলের শুরুতে রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেল ঋষি কুশারী। শেষে রয়েছেন হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার। ১২ জানুয়ারি বিজেপির মিছিল ও রাজ্য দফতরে হামলা হয়।