`মদন মিত্রের ছেলেরাই গন্ডগোল করেছে`, কামারহাটিতে গুলিকাণ্ডে পাল্টা Dilip
মাঝ-রাতে তৃণমূল পার্টি অফিসে `গুলি` দুষ্কৃতীদের।
নিজস্ব প্রতিবেদন: 'বিজেপি এই কালচারে বিশ্বাস করে না'। বেলঘরিয়ায় পার্টি অফিসে ঢুকে তৃণমূলকর্মীদের উপর হামলার অভিযোগ খারিজ করে দিলেন দিলীপ ঘোষ। বললেন, 'মদন মিত্রের ছেলেরাই গন্ডগোল করেছে। ভাগ-বাঁটোয়া নিয়ে সব জায়গায় গণ্ডগোল শুরু হয়েছে'।
ঘড়িতে তখন রাত ১০টা। কামারহাটি বিধানসভার ২২ নম্বর ওয়ার্ডের বিভার মোড়ে পার্টি অফিসের সামনে বসেছিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা। আচমকাই ৭-৮টি বাইকে চেপে পার্টি অফিসে সামনে জড়ো হয় একদল দুষ্কৃতী। তারপর? পার্টি অফিসের ভিতরে ঢুকে তৃণমূলকর্মীদের উপর তারা হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, গুলিও চলে! মানস বর্ধন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত বাইক আরোহী
এদিকে এই ঘটনায় হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। গুলির শব্দে যখন তাঁরা বাইরে বেরিয়ে আসেন, ততক্ষণে বাইক চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর রাতে ঘটনাস্থলে পৌঁছন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, 'উত্তর ২৪ পরগনা জেলা থেকে বিজেপি শেষ হয়ে গিয়েছে। আমাদের পার্টির মধ্যে কতগুলি দালাল তৈরি করছে বিজেপি। তাদেরক দিয়ে এসব কাজ করাচ্ছে'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমরা নাইট গার্ড দেব। পার্টির ঝান্ডা নিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা পাহারা দেব। কার কার মস্তানি আছে, দেখতে চাই'।
আরও পড়ুন: Petrol-Diesel Price: আজও ফের মহার্ঘ, ৫৫ পয়সা বাড়লেই কলকাতায় ১০০ হবে পেট্রোলের দাম
এবার পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, 'গোলা-গুলি চলছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। এটাই টিএমসির কালচার। যারা এসব করে, তাঁরাই পার্টিতে জেতাচ্ছে, পয়সা দিচ্ছে। ইনকামের রাস্তা তো চাই। তাই নিয়েই গন্ডগোল। বিজেপি ওই কালচারে বিশ্বাস করে না'। এদিকের এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, প্রোমোটিং নিয়ে বিবাদে জেরে হামলা চলে তৃণমূল পার্টি অফিসে।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)