নিজস্ব প্রতিবেদন: খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় ভোট-প্রচারে গিয়ে 'পুলিসি বাধা'র মুখে পড়েছিলেন। বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Mazumder) জেট ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর নিরাপত্তার দায়িত্ব পেল CISF। বরাদ্দ করা হল ৩৫ জন নিরাপত্তাকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিলীপ ঘোষের রাজ্য সভাপতি কে হবেন? দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল গেরুয়াশিবিরে। শেষপর্যন্ত দিলীপের 'সুপারিশে'ই  শিলমোহর দিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৯ লোকসভা ভোটের আগে ক'জনইবা তাঁর নাম জানতেন? রাজ্য বিজেপিতে এবার গুরুদায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দায়িত্ব নেওয়ার পর বুধবার ভবানীপুরে ভোটের প্রচার করতে যান তিনি। কিন্তু যখন এলাকায় প্রচার করছিলেন, তখন পুলিস বাধা দেয় বলে অভিযোগ। কেন? পুলিসের বক্তব্য, যে অঞ্চলে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে প্রচার করছিলেন সুকান্ত মজুমদার, সেই অঞ্চলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওই এলাকাটি 'হাই-সিকিউরিটি জোন'। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে লোকও ছিল অনেক বেশি।  রাজ্য পুলিসকে পাল্টা 'পিসি সার্ভিস' কটাক্ষ করেন সুকান্ত। এবার জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন তিনি। 


আরও পড়ুন: Mamata Banerjee: 'পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়...!' মুখ্যমন্ত্রীর রোম সফরে 'না' বিদেশ মন্ত্রকের


একুশের ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান অল্প ভোটের ব্যবধানে। ভোটের ফলাফল নিয়ে যখন মামলা চলছে হাইকোর্টে, তখন উপনির্বাচনে নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে ফের ভোটে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ। প্রচার চলছে জোরকদমে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)