`রক্ত মাংসের লুসিফার`, আলোর ভাষা গানে গানে
`টম্ব অব লুসিফার`। রকবাজির হাট বাক্স। উত্তর কলকাতার অলি গলি থেকে সুর এদিক ওদিক ফিনকির মত বেড়িয়ে আসে, আর ছড়িয়ে পরে কলকাতার রন্ধ্রে রন্ধ্রে, বাঙালির মনে মনে। ইংরাজি TOMB-শব্দের আক্ষরিক অর্থ সমাধি! একটা ব্যান্ড, তাঁদের নাম `লুসিফারের সমাধি`। আর লুসিফার, যার অর্থ আলো নিয়ে আসা, আরও ভালো করে বললে, সকালের তারা। হ্যাঁ। আলো এতই, যে চোখ ঝলসে যায়, তারা থাকে আকাশেই, দেখা আর যায় না। আলো, সমাধি, সঙ্গীত এই তিন শব্দের সমাহারে সৃষ্টি হল `রক্ত মাংসের লুসিফার`। `Tomb of Lucifer`, মেটাল ব্যান্ড নিয়ে এল তাঁদের নতুন অ্যালবাম `Blood Birth of Lucifer`। `Survival Through Suffering` এবং `Skullter`, এই দুটি ব্যান্ডও মিউজিক অ্যালবাম অনুষ্ঠানে পারফর্ম করে।
কলকাতা:'টম্ব অব লুসিফার'। রকবাজির হাট বাক্স। উত্তর কলকাতার অলি গলি থেকে সুর এদিক ওদিক ফিনকির মত বেড়িয়ে আসে, আর ছড়িয়ে পরে কলকাতার রন্ধ্রে রন্ধ্রে, বাঙালির মনে মনে। ইংরাজি TOMB-শব্দের আক্ষরিক অর্থ সমাধি! একটা ব্যান্ড, তাঁদের নাম 'লুসিফারের সমাধি'। আর লুসিফার, যার অর্থ আলো নিয়ে আসা, আরও ভালো করে বললে, সকালের তারা। হ্যাঁ। আলো এতই, যে চোখ ঝলসে যায়, তারা থাকে আকাশেই, দেখা আর যায় না। আলো, সমাধি, সঙ্গীত এই তিন শব্দের সমাহারে সৃষ্টি হল 'রক্ত মাংসের লুসিফার'। 'Tomb of Lucifer', মেটাল ব্যান্ড নিয়ে এল তাঁদের নতুন অ্যালবাম 'Blood Birth of Lucifer'। 'Survival Through Suffering' এবং 'Skullter', এই দুটি ব্যান্ডও মিউজিক অ্যালবাম অনুষ্ঠানে পারফর্ম করে।
'Blood Birth of Lucifer'- লঞ্চে উপস্থিত হয়েছিলেন বাংলা রক ব্যান্ডের বেশ পরিচিত মুখ 'ফসিলস্'-এর বেস গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। এই মিউজিক অ্যালবাম লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক মেলোডির কর্ণধার কুমকুম ভট্টাচার্য, 'SHARP'-ব্যান্ডের গায়ক সপ্তক দে এবং উঠতি তারকা সৌরভ রক্ষিত।