ওয়েব ডেস্ক: সময় যতই গড়াচ্ছে, ততই একের পর এক মর্মান্তিক ছবি উঠে আসছে পোস্তার ধ্বংসস্তূপের থেকে। সেতুর ধ্বংসাবশেষের মধ্যেই উদ্ধার হল বই ভর্তি স্কুল ব্যাগ। মহেশ্বরী স্কুলের অঙ্কিতা জৈন বলে এক ছাত্রীর। স্কুলের খাতায় চাপ চাপ রক্ত দেখে চমকে উঠতে হয়। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, অল্পের জন্য বেঁচে গেছে অঙ্কিতা। নিজের বাড়িতেই আছে সে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘিঞ্জি এলাকায় কাজের দুপুর। হঠাত্‍ই মাথার ওপর ভেঙে পড়ল আকাশ।কিছু বুঝে ওঠার আগেই টন টন ইস্পাত আর কংক্রিটের নীচে চাপা পড়ল জীবন।


পোস্তার যানজট এড়িয়ে মানুষকে দ্রুত গিরীশ পার্ক পৌছে দিতে বিবেকানন্দ উড়ালপুলের পরিকল্পনা করা হয়। পোস্তা মোড় থেকে উড়ালপুলের আরেকটি অংশ নিমতলা ঘাট স্ট্রিট পর্যন্ত যাওয়ার কথা। বৃহস্পতিবার, গণেশ টকিজের কাছে নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়ে।