নিজস্ব প্রতিবেদন:  রাতে ভালো ঘুম হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কোনও সমস্যা হয়নি। সমস্ত রিপোর্ট স্বাভাবিক ছিল বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।  রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে ১১ সদস্যের মেডিক্যাল টিম। তাঁর শরীরের অন্যান্য মাত্রা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে রবিবার সকালে জানানো হয়েছে।


দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন বুদ্ধদেব। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তাঁর জ্ঞান ছিল না। প্রথমে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে দেওয়া হয় ভেন্টিলেশনে। বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত তাঁকে ভেন্টিলেশনেই রাখা হবে। তবে সেই ভেন্টিলেশন সাপোর্ট ধীরে ধীরে কমানোর চেষ্টা করবেন চিকিৎসকরা।