ওয়েব ডেস্ক: কলকাতা থেকে গ্রেফতার মালদার কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখ। পূর্ব যাদবপুর থানা  এলাকায় গা ঢাকা দিয়ে ছিল সে। কলকাতা পুলিসের সাহায্যে বকুলকে ধরে মালদা পুলিসের বিশেষ দল। চোদ্দ বছরের এক কিশোর খুনে প্রধান অভিযুক্ত প্রাক্তন তৃণমূল প্রধান বকুল।


প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য জুড়ে ঘটে চলা বিভিন্ন দুষ্কৃতি দৌরাত্যের ঘটনায় পুলিস ও প্রশাসনকে দলমত নির্বিশেষে কোনও রকম রঙ না দেখে কড়া পদক্ষেপ নেওয়ার চরম বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় রাজ্যের তখতে ফেরার পর আইন শৃঙ্খলা বিষয়ে নিজের দলের নেতা-কর্মীদের এবং প্রশাসনকে বারংবার হুঁশিয়ারি দিয়েছেন মমতা।