ওয়েব ডেস্ক: ই মেলে এল তাইল্যান্ড দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি। এর জেরে সাতসকালেই কলকাতায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য। আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হল গড়িয়াহাট এলাকার সব স্কুল। চিরুনি তল্লাসি চালাল কলকাতা পুলিসের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। তবে মিলল না কিছুই। কোথা থেকে এল মেল? তদন্তে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তাইল্যান্ড দূতাবাস ওড়ানোর হুমকি
সমস্ত কর্মীকে প্রাণে মারার হুমকি
চিরুনি তল্লাসি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের
ছুটি দিয়ে দেওয়া হল এলাকার সব স্কুল
 


সপ্তাহের প্রথম কাজের দিন। কর্মব্যস্ত শহর। জমজমাট গড়িয়াহাট। হঠাত্‍ই বদলে গেল চেহারা। নিমেষে ফাঁকা হয়ে গেল এলাকা। দৌড়োদৌড়ি, ছুটোছুটি....


গড়িয়াহাটে তাইল্যান্ড দূতাবাসে এসেছে দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি-মেল।  সঙ্গে সঙ্গে খবর যায় গড়িয়াহাট থানায়। নিমেষে পৌছে যায় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। দূতাবাসের চারটি বিল্ডিংয়ে চলে চিরুনি তল্লাসি। পুলিসের দাবি, দীর্ঘ তল্লাসির পর মেলেনি কিছুই।


হুমকি-মেলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এলাকার দুটি স্কুলে সঙ্গে সঙ্গেই ছুটি দিয়ে দেওয়া হয়। কে পাঠাল এমন মেল? তাইল্যান্ড দূতাবাসই বা হুমকির লক্ষ্য কেন?


তদন্তকারীদের দাবি, ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট থেকে এসেছে মেল। তবে কোথা থেকে এসেছে এই মেল, পিছনে কারা, তা নিয়ে তদন্ত চলছে।  ঘটনার তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিস এবং কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স।