কর্কটের চোখ রাঙানি, তবু চায়ে ঠোঁট বাঙালির
ওয়েব ডেস্ক: চা ছাড়া দিন ভাবতেই পারে না কলকাতার আম জনতা। সেই গরম পেয়ালাতেই নাকি কর্কট রোগের চোখ রাঙানি! কী বলছেন শহরের চা প্রেমীরা। চায়ের কাপে এবার তুফান উঠল তা নিয়েই।
ধোঁয়া ওঠা এককাপ চা, কফিতে হতে পারে খাদ্যনালীর ক্যান্সার, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
গরম চায়ের ভাঁড়ে চুমুক আর জোরদার তর্ক-বিতর্ক। বাঙালির সাবেক আইডেনটিটি। তা পাড়ার পটলের দোকান হোক বা কলেজ স্ট্রিটের ফেভারিট কেবিন। মোহনবাগান-ইস্ট বেঙ্গল হোক বা আধুনিক কবিতা। বাঙালির সব তর্ক, সব আড্ডার সেরা সঙ্গী গরম চায়ের পেয়ালাই। কফি হাউসে এক কাপ কফি আর লম্বা আড্ডা... বাঙালির সনতানী স্টেসাট সিম্বল। এবার সেখানেও কি পড়বে ভয়ের খাঁড়া!
যে যাই বলুক বাঙালি কিন্তু শুধু এক কাপ গরম চাই চায়।