Bonny Sengupta, SSC Scam, ED, Kuntal Ghosh, অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় পর ইডি দফতর থেকে বেরোলেন অভিনেতা বনি সেনগুপ্ত। লাঞ্চ ব্রেকের পর ফের ইডির অফিসে যেতে হবে বনিকে। এই লাঞ্চ ব্রেকেই জি ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন তাঁর ও কুন্তল ঘোষের লেনদেনের কথা। নিয়োগদুর্নীতি মামলায় হেফাজতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা পাঠানো হয়েছে বনির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই কারণেই বৃহস্পতিবার সকালে জিজ্ঞসাবাদের ইডির দফতরে ডেকে পাঠানো হয় অভিনেতাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Bonny Sengupta: টলিউডেও চাকরি বিক্রির টাকা? ইডির দফতরে অভিনেতা বনি সেনগুপ্ত


প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর জি ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে বনি জানালেন, ইডির তরফে কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অভিনেতা বলেন, আমাকে জিজ্ঞেস করা হয় কীভাবে কুন্তলদাকে চিনি, কেন কীভাবে ট্রান্জ্যাকশন হয়েছে? আমি যা যা চিনি, সবটাই আমি বলেছি। আমি সব টাকা আইনি নিয়মেই নিয়েছি তাই আমি ইডিকে যথাযথ সাহায্য করব। আমার থেকে যা যা তথ্য চাওয়া হবে, আমি সব জমা দিতে তৈরি।’ইডির দাবি একাধিক নেলদেন হয়েছে বনি ও কুন্তলের মধ্যে। তবে জি ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, ‘আমার একটাই লেনদেন হয়েছে। ৩০ থেকে ৪০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল। জিরাটে একটা পুজো উদ্বোধনের ইভেন্টে প্রথম পরিচয় হয়েছিল। ২০১৭ সালে আমার গাড়ি কেনার সময় ওর সঙ্গে একটা ছবির কথা হয়েছিল। তখনই ঐ টাকা ট্রান্সফার হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি তৈরি হয়নি। তবে যে টাকা ট্রান্সফার হয়েছে, তাঁর প্রেক্ষিতে ২০-২৫ টি ইভেন্টে আমি গিয়েছি। আমি কোনও অবৈধভাবে টাকা নিতে চাইনি। পুরোটাই বৈধভাবে লেনদেন হয়েছে। আমাদের চেনাশোনা হয়ে গিয়েছিল, ভালো সম্পর্কই ছিল। শেষবার কুন্তলদার সঙ্গে দেখা হয়েছে ২০১৯ সালে। কুন্তলদার মেয়ের জন্মদিনে শেষবার গিয়েছিলাম।’ বনির দাবি তিনি অনৈতিকভাবে কোন টাকা নেননি। সবটাই ব্যাঙ্ক ট্রান্সফারে নেওয়া হয়েছে। তাঁর থেকে ইডি যা যা সাহায্য চাইবেন তিনি সাহায্য করবেন। তিনি আগেই অনুমান করেছিলেন যে, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হলে তাঁর ডাক পড়তে পারে।


বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ইডির দফতরে যান অভিনেতা। কুন্তলের ব্যাঙ্কের নথিতে পাওয়া গিয়েছে বনির নাম। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে চাঞ্চল্যকর দাবি। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে খবর। জি ২৪ ঘন্টাকে বনির বাবা অনুপ সেনগুপ্ত বলেন, 'বনিকে ইডি তলব করেছে। ও গিয়েছে আজ। ২০১৭ সালে বনিকে দিয়ে চারটে-পাঁচটা ছবিতে প্রযোজনা করবে বলে এসেছিল এবং বলেছিল টাকা দেব না তোমাকে একটা গাড়ি দিচ্ছি। ৩০-৪০ লক্ষ টাকার গাড়ি দেয়। পরে আর কোনও ছবি প্রযোজনা তো করেইনি। তবে বনি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। সিনেমায় প্রযোজনা করবে বলেই কুন্তল এসেছিল। আমিও ওকে চিনি।' 


আরও পড়ুন- Baguiati: নাগেরবাজারের বাড়িতে তন্ত্রসাধনা, পাচারচক্র? পলাতক মূল অভিযুক্ত


প্রিয়া সেনগুপ্তও জানান, ইডির দফতরে গিয়েছে বনি। তিনি বলেন, 'কুন্তল একজন প্রযোজক হিসাবে এসেছিল। ২০১৭ সালে উনি কিসের সঙ্গে যুক্ত তা তো জানার কথা নয় আমাদের।' নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আবার ইডি দফতরে তলব করা হয়েছে। কুন্তল ‘ঘনিষ্ঠ’ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকেও তলব করেছে ইডি। এই সোমার পার্লারেই রয়েছে বনি ঘনিষ্ঠ অভিনেত্রীর ছবি রয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন বনি। ২০২২-এ বিজেপি ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেতা। অভিনেতা ট্যুইট করে জানান, বিজেপি উন্নয়নের কাজ করেননি তাই পদ্মশিবির থেকে বেরিয়ে এসেছেন তিনি।   



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)